আদমদীঘিতে দুটি চোরাই গরু উদ্ধার
প্রকাশ : 2025-05-23 10:43:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার আদমদীঘি থানা পুলিশের তৎপরতায় দুটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টায় উপজেলার ছাতিয়ানগ্রামে টহল দেওয়ার সময় পুলিশের গাড়ীর শব্দ শুনে তিলকপুর-ছাতিয়ানগ্রাম রাস্তার উপর দুইটি গরু রেখে পালিয়ে যায় চোরেরা। জানা যায়, গত বুধবার (২১ মে) দিরাগত রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম হঠাৎপাড়ার লাল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমের দুটি গরু চুরির ঘটনা ঘটে। গরু দুটি চুরি হওয়ার কিছুক্ষন পরে বগুড়া-নওগাঁ মহাসড়কে রাত্রীকালীন ডিউটিরত পুলিশের গাড়ী আসা টের পেয়ে চোরেরা ছাতিয়ানগ্রাম-তিলকপুর পাকা সড়কে গরুগুলো রেখেই পালিয়ে যায়। এদিকে চুরি যাওয়ার কয়েক মিনিটের ব্যবধানে গরুগুলো পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গরু মালিক ও এলাকাবাসী।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য রাত্রীকালিন টহল টিমের পাশাপাশি আমি নিজেও প্রায় প্রতিদিন রাতে থানা এলাকার কোথাও না কোথাও টহল দিই। সেই ধারাবাহিকতায় ছাতিয়ানগ্রামে টহল দেওয়ার সময় দুইটি গরু উদ্ধার করতে সক্ষম হলেও চোরের দল পালিয়ে যায়।