আদমদীঘিতে দুই মাদকসেবীর পাঁচ দিন করে কারাদন্ড
প্রকাশ : 2021-10-17 18:44:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবনের অপরাধে দুই মাদকসেবীর পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর ১টায় উপজেলার শিবপুর শারীব এগ্রো লিমিটেড এর সামনে নওগা-বগুড়া মহাসড়কের বিভিন্ন যানবাহন তল্লাশির সময় বগুড়াগামী সালমা পরিবহনের বাসের ভিতর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা গাঁজা সেবন করার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত রোববার দুপুর ১টায় সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলার শিবপুর শারীব এগ্রো লিমিটেড এর সামনে বিভিন্ন যানবাহন তল্লাশির সময় মাদক সেবন করার দায়ে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আশোকপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমান হোসেন (৩৫) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল সালামের ছেলে আলতাফ হোসেন (৩৭) গ্রেপ্তার করে। পরে এই দুই জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদের রোববার বিকেলে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।