আদমদীঘিতে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত

প্রকাশ : 2021-11-12 19:29:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দিরে দামোদর উৎসব ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। পরেমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। “দাম”শব্দের অর্থ রশি এবং “উদর”হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীর কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। এই ধারাবাহিকতায় আদমদীঘি উপজেলা সদরের তালসন কালী বাড়ী রাধাগোবিন্দ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় দামোদর উৎসব ও ঘি-কর্পূরের ১০১টি  প্রদীপ প্রজ্বলন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সদর ইউনিয়ন আঃ লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, থানার এসআই প্রদীপ কুমার বর্মন, দামোদর উৎসব কমিটির আহবায়ক বাদল কুমার মৈত্র, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল, আনন্দ কুমার কুন্ডু,পুজা উদযাপন পরিষদের নেতা শ্যামল কুমার শীল, আনন্দ কুমার পাল, উত্তম কুন্ডু, ইউপি সদস্য এনামুল হক শাহ, আ’লীগ নেতা দুলাল মন্ডল প্রমুখ।