আদমদীঘিতে তৃপ্তির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : 2021-12-06 18:20:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তির মনোনয়ন বাতিলের দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১টায় সান্তাহার পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সান্তাহার ইউনিয়নবাসীর পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এরশাদুল হক টুলু। লিখিত বক্তব্যে তিনি বলেন, নাহিদ সুলতানা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। সান্তাহার ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে তাঁর নাম নেই এবং তিনি কখনও আওয়ামীলীগ করেন নাই। তিনি যুদ্ধপরাধ মামলায় ফাঁিসর দন্ডপ্রাপ্ত আসামী সাবেক বিএনপি দলীয় সাংসদ আবুল মোমেন তালুকদার খোকার কাছে গিয়ে ফুলের তোড়া দিয়ে বিএনপি’তে যোগদান করেন। ২০১৬ সালের ইউপি নির্বাচনেও নাহিদ সুলতানা আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট করেন এবং বিএনপি দলীয় প্রার্থী মোজাহার হোসেন পিন্টুর পক্ষে প্রচারনায় অংশ নেন। আওয়ামী লীগ এবার তাঁকে এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরশাদুল হক টুলু প্রধানমন্ত্রীর কাছে নাহিদ সুলতানা তুপ্তির মনোনয়ন বাতিল করে প্রকৃত আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেয়ার অনুরোধ জানান।