আদমদীঘিতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : 2024-10-22 18:18:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ২২০ পিস ইয়াবা ট্রাবলেট ও আড়াই’শ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রহিমা বেগম ওরফে সুটকি (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মাদক ব্যবসায়ী রহিমার বিরুদ্ধে আদমদীঘি থানায় একাধিক মামলা রয়েছে। রহিমা বেগম সান্তাহার শহরের চা-বাগান মহল্লার নজরুল ইসলামের স্ত্রী । 

পুলিশ জানায়, জনরোষে কিছু দিন পালিয়ে থাকার পর রহিমা বেগম পুনরায় সান্তাহার শহরে এসে মাদক বিক্রি করছে এমন সংবাদ পেয়ে পুলিশ নতুন বাজার এলাকায় অভিযান চালায়। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে পুলিশের একটি দল সেখানে পৌছে রহিমা বেগমকে ২০০ পিস ইয়াবা ট্রাবলেট ও আড়াই’শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। গত সেপ্টেম্বর মাস জুড়ে রহিমা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সান্তাহার শহরের চা-বাগান এলাকার জনগণ বিক্ষোভ ও সভা সমাবেশ অব্যাহত রাখে। সমাবেশ থেকে তারা রহিমা বেগম ও তার স্বামী নজরুল ইাসলামসহ পরিবারের সদস্য রহিমার মেয়ে ইতি আক্তার, জামাই শিবলু, হামিদা, জুলি, সোহাগ, মিনহাজ ও অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও তাদের এলাকা থেকে উচ্ছেদের দাবি জানান। গত ২৮ সেপ্টেম্বর শনিবার এলাকাবাসী হামিদা ও তার স্বজনদের তিনটি বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় এবং তাদের এলাকা ছাড়া করে। পরে  হামিদা ও তার পরিবারের সদস্যদের অবাঞ্ছিত ঘোষনা করার কয়েক দিনের মাথায় রহিমা আবার সান্তাহার শহরে এসে মাদক বিক্রি শুরু করলে মঙ্গলবার পুলিশ তাকে মাদক’সহ গ্রেপ্তার করে । সান্তাহার টাউন পুলিশ ফাঁিড়র পরিদর্শক জাহাঙ্গির আলম জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। অপর দিকে উপজেলার মুরইল বাজার এলাকা থেকে থানা পুলিশের অভিযানে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ উপজেলার মুরইল তালুকদার পাড়ার আল মাবুদ এর ছেলে আল সাফা (১৯) ও মুরইল ঈদগাহ পাড়ার মৃত মোক্তব আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।