আদমদীঘিতে তিনজনের পাঁচ দিনের কারাদন্ড ও অর্থদন্ড

প্রকাশ : 2021-11-09 18:28:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে তিনজনের পাঁচ দিনের কারাদন্ড ও অর্থদন্ড

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক সেবনের অপরাধে তিন মাদকসেবীর পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা এসব অপরাধীদের গ্রেপ্তার করে। উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা পৌর শহরে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় পৌর শহরের কলসা এলাকার বাবলা হোসেনের ছেলে রাব্বী হোসেন (৪৮),  হলুদ ঘর এলাকার ফিরোজ আলী ছেলে রাজু আহম্মেদ (৩৮) ও আম বাগান এলাকার জাগাঙ্গীর আলমের ছেলে বিপ্লব হোসেন (৩৫) কে গ্রেপ্তার করে। পরে দুপুরে এই তিন জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা করে অর্থদন্ড প্রদান করে আদালত। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদের ওই দিন দুপুরে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।