আদমদীঘিতে তালগাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশ : 2022-05-30 18:29:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে তালগাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে তালগাছ থেকে পরে জয়নুল আবেদীন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলা সদরের কেশরতা গ্রামে গত রবিবার দুপুরে তাল শ্বাস কাটতে গিয়ে পরে আহত হন জয়নুল আবেদীন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা বেগতিক দেখে বগুড়া শজিমেকে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টায় সে মারা যায়। নিহত জয়নুল আবেদীন কেশরতা গ্রামের আজিবর রহমানের ছেলে। 

জয়নুল আবেদিনের বাবা আজিবর রহমান জানান, রবিবার আনুমানিক দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্বে একটি তালগাছে তালশ্বাস কাটতে গাছে ওঠে তার ছেলে জয়নুল। হঠাৎ করে গাছ থেকে পরে গিয়ে গুরুত্বর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে বগুড়া শজিমেকে নেয়া হলে  চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১ টায় তার মৃত্যু হয়।