আদমদীঘিতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : 2022-08-27 19:42:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে রাকিব হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকাল নয়’টার দিকে উপজেলার তালশন গ্রামের নিজ বাড়ির শয়ন ঘরের বাঁশের আড়ার সথে গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া অবস্থায় রাকিবের লাশ উদ্ধার করা হয়। রাকিব হাসান তালশন গ্রামের বাবু হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, রাকিব হাসান ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। গত শুক্রবার রাতে সে তালশন গ্রামে তার বাড়িতে আসেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে একটি দোকানে চা বিস্কুট খেয়ে পুনরায় বাড়ি ফিরে আসেন। এরপর মুঠোফোনে কারো সাথে কথা বলার পর তার শয়ন ঘরে প্রবেশ করেন । সকাল আনুমানিক নয়টার দিকে তার ছোট ভাই রাকিবকে ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবের লাশ উদ্ধার করে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানায়, পরিবারের পক্ষ থেকে কেউ বাদি না হওয়ায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।