আদমদীঘিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
প্রকাশ : 2022-12-12 18:45:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
"প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়। দিবসটি পালন কল্পে সোমবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, বর্নাঢ্য রালী, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ডিজিটাল দিবসের উদ্ধোধন ভিডিও চিত্র সম্প্রচার প্রচার করা হয় এবং উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।