আদমদীঘিতে ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার
প্রকাশ : 2025-04-12 18:23:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেললাইনের পাশ থেকে এক ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সান্তাহার পৌরসভা শহর সংলগ্ন টিকরি (পৌঁওতা) গ্রামের আব্দুস ছালাম ওরফে গহের আলীর ছেলে দুই কন্যা সন্তানের জনক আমিরুল ইসলাম ইসলাম (৩৫) পেশায় ট্রাক্টর চালক। সে শুক্রবার সন্ধায় বাড়িতে বের হয়ে শহরের হবির মোড় নামক বাজারে আসে। রাত ১০টার দিকেও বাড়িতে না ফেরার তার স্ত্রী মোবাইল ফোনে যোগাযোগ করে। এসময় সে বাড়িতে ফিরতে আরো দেরী হবে বলে জানায়। কিন্তু রাতে বাড়িতে ফেরেনি। সকালে এলাকাবাসী পৌঁওতা রেলগেটের উত্তর পাশে রেললাইনে পাশে তার মরদেহ দেখতে পায়। পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে বেলা ১১টার দিকে আমিরুলের মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের সুরতহাল রিপোর্টে মরদেহের মাথায় কোপানো,পেটে ছুরিকাঘাত এবং হাতের রগ কাটা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। এলাকাবাসী ও পুলিশের ধারণা আমিরুলকে অন্য কোন স্থানে হত্যা করে এবং ট্রেনে কেটে মারা যাওয়া সাজাতে মরদেহ তার বাড়ির কাছে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। হত্যার কারণ জানা যায়নি। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
#