আদমদীঘিতে ট্রাক্টর ও এক্সেভেটর জব্দ, জরিমানা ও মামলা দায়ের

প্রকাশ : 2024-01-24 18:56:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ট্রাক্টর ও এক্সেভেটর জব্দ, জরিমানা ও মামলা দায়ের

ফসলি জমি থেকে অবাধে মাটি কাটা এবং অবৈধ ট্রাক্টর চলাচল রোধে জোড়ালো অভিযান শুরু করেছে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫টি ট্রাক্টর আটক করে জরিমানা সহ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সাথে মাটি কাটা কাজে ব্যবহৃত তিনটি এক্সেভেটর মেশিন জব্দ করা হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বশিপুর গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টর দিয়ে বহন করে ইটভাটায় নেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। ঘটনাস্থল থেকে ৮টি ট্রাক্টর ও একটি এক্সেভেটর মেশিন জব্দ করা হয়। একই দিন সকালে উপজেলার রামপুরা গ্রাম এলাকায় মাটি কাটার সময় একটি এক্সেভেটর মেশিন জব্দ করা হয়। মঙ্গলবার এ সমস্ত যানবাহন মালিকদের বিরুদ্ধে আদমদীঘি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। অপরদিকে বুধবার সকালে উপজেলার ডালাম্বা গ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার সময় সেখানে অভিযান চালায় প্রশাসন। সেখান থেকে সাতটি ট্রাক্টর জব্দ করা হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে সাত ট্রাক্টর মালিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। আদালত পরিচালনা করে এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এছাড়া বুধবার সকালে সান্তাহার শহরের কলাবাগান এলাকা থেকে মাটি ভর্তি একটি ট্রাক্টর জব্দ করে পুলিশ হেফাজতে নেন পুলিশ সার্জেন্ট কায়সার হোসেন। সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।