আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় একজন নিহত

প্রকাশ : 2024-03-29 08:50:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় একজন নিহত

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় স্বপন ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্বপন আদমদীঘি উপজেলার কোমল দোগাছি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে কোমল দোগাছি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উল্লেখিত স্থানে স্বপন ইসলাম নামের ওই ব্যক্তি মহাসড়ক পারাপার হওয়ার সময় নওগাঁগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক স্বাপন ইসলামকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে বলে ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান।