আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুইজন ও বিএনপি নেতা গ্রেফতার
প্রকাশ : 2023-11-02 18:26:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আহাদত আলী (৪২) ও জুয়েল হোসেন (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গত বুধবার (১ নভেম্বর) রাতে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহাদত আলী আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও জুয়েল হোসেন একই ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের মজিবর শেখের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বুধবার রাতে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে টহল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ছাত্রী ছাউনির পিছন থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১৫ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, পরদিন গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
এদিকে বগুড়ার আদমদীঘিতে বিস্ফোরক দ্রব্য মামলায় ছায়ফুল ইসলাম (৪৭) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুরিশ। গত বুধবার ( ১ নভেম্বর) রাতে আদমদীঘির কুন্দগ্রাম ইউপির বাগিচাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছায়ফুল ইসলাম উপজেলার বাগিচাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২২ সালের ২৩ নভেম্বর সন্ধ্যায় দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আদমদীঘি উপজেলা যুবলীগের একটি বিক্ষোভ মিছিলে পুরাতন সোনালী ব্যাংকের সামনে পৌছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে যুবলীগ ও ছাত্রলীগের ৫জন নেতাকর্মি আহত হয়। পূর্বের বিস্ফোরক দ্রব্য এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে পরদিন গত বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।
ই