আদমদীঘিতে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-04-05 19:42:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার লক্ষে উপজেলা পর্যায়ে গঠিত টাস্কফোর্স ও বাজার উপদেষ্ঠা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু,সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সমবায় অফিসার আব্দুস সালাম, বাজার কমিটির সভাপতি নাজিমুল হুদা খন্দকার প্রমূখ। সভায় রমজান মাসে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজারে সহনীয় রাখতে বাজার গুলো পরির্দশন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়।