আদমদীঘিতে টমটম শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ : 2022-07-08 21:55:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা ব্যাটারী চালিত অটো টমটম মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বেলা ১১ টায় আদমদীঘি বাসষ্ট্যান্ড চত্ত্বরে সমিতির সভাপতি দুলাল মন্ডলেরর সভাপতিত্বে শ্রমিকদের মাঝে প্রধান অতিথি হিসাবে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমন, আ’লীগ নেতা মোতাহার হোসেন বিশ্বাস, ইউপি সদস্য মুকুল সরদার, এনামুল হক, তাজুল ইসলাম তাজু, শ্রমিক নেতা পিন্টু, মাসুদ, বুলু, বাদশা, লিটন, ছাত্রলীগ নেতা তনু, রিফাদ প্রমূখ।