আদমদীঘিতে জামায়াতের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ : 2025-01-04 16:57:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা জামায়াতের অফিসে ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ৩২ জন শিক্ষার্থীদের এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী রশিদুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী গোলাম মোস্তফা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব পল্টু, সেক্রেটারী ফরিদুল ইসলাম, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি আহসাব হাবীব তুহিন প্রমূখ।