আদমদীঘিতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশ : 2021-11-06 19:40:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে জাতীয় সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস আদমদীঘি উপজেলা সমবায় অফিসের আয়োজনে পালিত হয়েছে। দিবসটি পালনকল্পে শনিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম, কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা আবির উদ্দিন খান, উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, উত্তরণ কৃষি উৎপাদনকারী সমিতির সভাপতি মুকুল হোসেন, মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মিহির কুমার সরকার প্রমূখ। শেষে ৫ শ্রেষ্ঠ সমবায়ী ও ৫ শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।