আদমদীঘিতে জাতীয় যুব দিবস দিবস পালিত

প্রকাশ : 2022-11-01 19:22:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে জাতীয় যুব দিবস দিবস পালিত

“প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন কল্পে মঙ্গলবার সকালে যুব র‌্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান, পিআইও আমির হোসেন প্রমূখ। সভাশেষে বিভিন্ন পেশায় প্রশিক্ষন প্রাপ্ত ১২ জন যুবক-যুবতীর মাঝে ৫ লাখ ৮০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করেন প্রধান অতিথি।