আদমদীঘিতে জন্ম নিবন্ধনকৃত শিশুদেরকে পুরষ্কার বিতরণ 

প্রকাশ : 2024-12-11 16:34:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে জন্ম নিবন্ধনকৃত শিশুদেরকে পুরষ্কার বিতরণ 

 বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আয়োজনে জন্ম নিবন্ধনকৃত ৪৫ দিনের শিশুদেরকে বিশেষ পুরষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টায় সান্তাহার পৌরসভা চত্বরে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সান্তাহার পৌরসভার প্রশাসক রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের বগুড়া জেলার উপ-পরিচালক মাসুম আলী বেগ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, সাবেক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এসময় উপস্থিত ছিলেন নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউপি প্যালেন চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি জন্ম নিবন্ধনকৃত ৪৫ দিনের শিশুদেরকে বিশেষ পুরষ্কার বিতরণ করেন।