আদমদীঘিতে জন্মাষ্টমী উৎসব পালিত

প্রকাশ : 2023-09-06 17:42:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে জন্মাষ্টমী উৎসব পালিত

বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আর্বিভাব তিথি জন্মাষ্টমী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির থেকে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তালসন কেন্দ্রীয় কালী বাড়ী  মন্দিরে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার,বিশিষ্ট সমাজ সেবক ও কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি শিবেশ কুমার মৈত্র,আরো বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল কুমার মৈত্র,উদয় কুমার সরকার,সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল,আনন্দ কুমার কুন্ডু,পুজা উদযাপন পরিষদের নেতা অনিল গুপ্তা,নিতিশ কুমার পাল,ডাঃ গোপাল বর্মন,চন্দন কুমার কুন্ডু,অলোক মৈত্র ব্যাটেল,উত্তম কুমার কুন্ডু,অমল কুমার পাল,ভুষন কুমার সরকার,জগাই কুন্ডু প্রমূখ।