আদমদীঘিতে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার ৭ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশ : 2023-01-15 12:24:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন সময় ছিনতাই হওয়া তিন মোটরসাইকেল উদ্ধার সহ আন্তঃ জেলার ৭ ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতার করে। পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ট্রাক মেরামতের কাজ শেষে সান্তাহার পশ্চিম ঢাকা রোড গ্যারেজ থেকে গত ২০২২ সালের ১৮ই নভেম্বর ভোরে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে সান্তাহার বকুলতলা নামক স্থানে একদল ছিনতাইকারী ব্যবসায়ী গোলাম মোস্তফাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ভোর রাতেই টহল পুলিশ গোলাম মোস্তফাকে উদ্ধার কর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় গোলাম মোস্তফার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ অনুসন্ধান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ১২ জানুয়ারী বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার ও ছিনতাইকারী বগুড়ার সোনাতলা উপজেলার কোয়ালিপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক দুখুকে গ্রেফতার করে।
পুলিশ গ্রেফতারকৃত এনামুল হক দুখুর দেয়া তথ্য মোতাবেক ছিনতাই হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার সহ আরোও ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার দরিমহিষমারি গ্রামের এনামুল (২৬) ,মিন্টু (৩৫), আসাদ আলী সরকার (৪৯) কান্দিভিটা পূর্ব পাড়ার গোলাম রব্বানী (৩২) ও নওগাঁ সদরের সাহাপুর হিন্দুপাড়ার প্রদীপ (৫০), শৈলগাছি গ্রামের রুবেল (২৫)। এব্যাপারে মামলার তদন্তকারী রকিব হোসেন মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।