আদমদীঘিতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জার ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশ : 2024-04-06 19:01:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জার ছিনতাইকারী গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ষ্টেশনের মাল গুদাম এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় জাহিদ হোসেন নামের এক ব্যক্তির বুকে চাকু ঠেকিয়ে এবং পরে লোহার রড দিয়ে মারপিট করে টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা। ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনগনের সহয়তায় তাদের আটক করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। আটককৃত ছিনতাইকারীরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের পশ্চিম নিউ কলোনির আলামিন হোসেন (২৪) হাউজিং কলোনির মহল্লার জাহাঙ্গীর আলম (৩২) বশিপুর মহল্লার সবুজ ওরফে কালু (৩৫) এবং কলসা মহল্লার রাব্বি হাসান (২৮)। 

ঘটনার বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, গত শুক্রবার সন্ধা রাতে জাহিদ হোসেন নামের ওই ব্যক্তি সান্তাহার রেলওয়ে মালগুদামের সামনে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তার বুকে চাকু ধরে এবং লোহার রড দিয়ে মারপিট করে তার কাছে থাকা তিন হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়। তারা পালিয়ে যাওয়ার সময় জনগনের সহয়তায় পুলিশ তাদের আটক করে। পরে পুলিশ আটক ছিনতাইকারী আলামিন ও জাহাঙ্গীরের নিকট থেকে ছিনতাই হওয়া দুই হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় টাঙ্গাইল জেলার সখীপুরের বাসিন্দা জাহিদ হোসেন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানা মামলা দায়ের করেন। আসামীদের শনিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা হাজতে পাঠানো হয়েছে।