আদমদীঘিতে চালককে খুন করে অটোভ্যান ছিনতাই
প্রকাশ : 2023-03-19 15:17:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গুড়ার আদমদীঘিতে তৈয়ব আলী (৬০) নামের এক ভ্যান চালককে ছুিরকাঘাতে খুন করে অটো ভ্যানগাড়ী ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত তৈয়ব আলী আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের তারতা কুমড়াপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে। গতকাল রবিবার সকালে তারতা কুমারপাড়া নদীর পাড় থেকে ভ্যান চালক তৈয়ব আলীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,অটোভ্যান চালক তৈয়ব আলী গত শনিবার (১৮মার্চ) সন্ধ্যায় তার অটোভ্যান নিয়ে কুন্দগ্রাম বাজার থেকে যাত্রী নিয়ে বেরিয়ে যান। এরপর রাতে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরদিন রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় নাগর নদীর তারতা জোড়াদহ নামক স্থানে অটো ভ্যান চালক তৈয়ব আলীর মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহে উদ্ধার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, ভ্যানচালক তৈয়ব আলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।