আদমদীঘিতে চার মাদককারবারী গ্রেফতার

প্রকাশ : 2022-01-03 14:30:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে চার মাদককারবারী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে র‌্যাব ও পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার সহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘির মুরইল বাজারের সাইদুল ইসলামের ছেলে লিটন হোসেন (২২) পুশিন্দা গ্রামের ফজলুর রহমানের ছেলে পল্লব (২৩) সাকোয়া উত্তর পাড়ার এনামুল হকের ছেলে মামুন সরদার (২৪) সান্তাহার আদর্শপাড়ার হাফিজার রহমানের ছেলে রাশেদুল ইসলাম রাশেদ (২৫)। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘির পুশিন্দা কোলাদীঘি ব্রীজের নিকট মাদক বেচা কেনা করছে এমন সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব-১২ অভিযান চালিয়ে পল্লব ও মামুনের নিকট থেকে ৩০০ পিচ ও লিটনের কাছে থাকা ৭৯ পিচ ট্যাপেন্টাডল নামক নেশা জাতীয় ট্যাবলেট এবং বিক্রিত নগদ ১২ হাজার ৪ শত টাকা উদ্ধার সহ তাদের গ্রেফতার করে র‌্যাব। অপর দিকে পুলিশ অভিযান চালিয়ে সান্তাহার মাছ বাজার এলাকার রাস্তার উপর থেকে ১৫০ গ্রাম গাঁজা সহ রাশেদুল ইসলাম রাশেদকে গ্রেফতার করেন। আদমদীঘি থানা পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার চার মাদক কারবারীকে গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।