আদমদীঘিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পাট বীজ উপকরণ পেলেন ১০০ কৃষক

প্রকাশ : 2021-09-13 19:15:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পাট বীজ উপকরণ পেলেন ১০০ কৃষক

বগুড়ার আদমদীঘিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পাট বীজ ফসলের উপকরণ প্রান্তিক ও ক্ষুদ্র ১০০জন কৃষকের মাঝে বিতরন করা হয়েছে।

সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার কৃষি অফিসের সামনে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পাট বীজ ফসলের উপকরণ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, কৃষি সম্প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কামরুন্নাহার আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার আদুরী তমা প্রমুখ।