আদমদীঘিতে গুলশা কার্প মিশ্র মাছ চাষ প্রদর্শনী খামারীদের মাঝে ফিড বিতরণ
প্রকাশ : 2022-12-12 18:37:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার ৯টি সিআইজি (মৎস্য) সমবায় সমিতির গুলশা কার্প মিশ্র মাছের চাষ প্রযুক্তির প্রদর্শনী খামারে মাছের খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএিটিপ-২) এর সহায়তায় উপজেলা চত্বরে প্রদর্শনী খামারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবুন, মৎস্য স¤প্রসারন অফিসার রায়হানুল হাসান, ইউপি চেয়ারম্যান আব্দুল আবু, ক্ষেত্রসহকারী বিপুল কুমার, উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।