আদমদীঘিতে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা উদ্বোধন
প্রকাশ : 2024-01-14 18:10:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫২ লাখ ৭১ হাজার ৪২০ টাকা ব্যয়ে রাস্তার কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের জ্যোতির মোড় থেকে পান্নার মোয় পর্যন্ত ৬০০মিটার রাস্তা এবং জ্যোতির মোড় থেকে জব্বারের বাড়ি পর্যন্ত ৮২ মিটার ও মহিলা কলেজের সামনে ৩১৫ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, প্যানেল মেয়র জার্জিস আলম রতন, ঠিকাদারদারি প্রতিষ্ঠান আল-আকসা এন্টারপ্রাইজের ঠিকাদার সৈয়দ মোস্তাফিজুর রহমান মিঠু, উপ-সহকারি প্রকৌশলী মাসফিকুর রহমান, কাউন্সিলর হাবিবুল আলম, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, সংর¶িত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রতœা, জাহানারা বেগম, তসলিমা, পৌর কর্মচারী রফিকুল ইসলাম রফিক, পলাশ হোসেন, রাকিব হাসান, তুহিন ইসলাম প্রমুখ।
ই