আদমদীঘিতে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : 2022-09-19 09:48:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০গ্রাম গাঁজা সহ রায়হান ইসলাম ও শামীম হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এঘটনায় থানায় একটি মাদ্রকদ্রব্য আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার সদরের সোনালী ব্যাংকের সামনে মহাসড়কের পাশে অবস্থান করে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে এক অভিযান চালিয়ে নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুর রহমানের ছেলে রায়হান ইসলাম(২৫) ও শামসুর রহমানের ছেলে শামীম হোসেন(২০)কে ঘটনাস্থল থেকে ২৫০গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেন। থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।