আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার
প্রকাশ : 2022-02-28 20:57:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ৭’শ গ্রাম গাঁজা সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান, উপজেলা সদরের রামপুরা মাদ্রাসা মাঠ সংলগ্ন পুকুর পাড়ে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে ৭’শ গ্রাম গাঁজা সহ রামপুরা গ্রামের কলিম উদ্দীন কলির ছেলে বেনজির ইসলাম (২৮),একই গ্রামের আহম্মদ আলীর ছেলে এনাম প্রামানিক(২৭)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ওই দুই মাদক বিক্রেতাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।