আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশ : 2026-01-18 12:05:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে সুলতানা বেগম (২৫) নামের এক গৃহবধু গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার (১৭ জানুয়ারী) বিকেলে আদমদীঘি উপজেলার সদর ইউপির কুসুম্বী সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত গৃহবধু ওই গ্রামের বাকপ্রতিবন্ধী সোহেল হোসেনের স্ত্রী ও ২ সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির কুসুম্বী গ্রামের বাকপ্রতিবন্ধী সোহেল হোসেনের সাথে তার ভাইদের জমিজমা নিয়ে বিরোধে চলে। এর জের ধরে গত শুক্রবার রাতে গ্রামের কতিপয় মাতব্বর সালিশ বৈঠক করে বাকপ্রতিবন্ধী সোহেল হোসেনের স্ত্রী ওই গৃহবধুকে লাঞ্চিত করে বলে মৃত পরিবারের দাবী। এদিকে সালিশ বৈঠকে লাঞ্চিত ঘটনায় অভিমান করে গতকাল শনিবার বেলা দেড় টায় গৃহবধু সুলতানা বেগম তার নিজ শয়ন ঘরে তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামীসহ প্রতিবেশিরা তাকে নামানোর পর দেখেন গৃহবধু মারা গেছে। 
বিকেলে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে যান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত নারীর ওয়ারিশরা বাদি না হওয়ায় সন্ধ্যায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।