আদমদীঘিতে গণহত্যা দিবস পালিত
প্রকাশ : 2024-03-25 19:15:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। এলক্ষে সোমবার উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১টায় এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রকৌশলী রিপন কুমার সাহা,থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী,অধ্যক্ষ আব্দুর রহমান,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও আবির উদ্দীন খান প্রমুখ। সভা শেষে সারাদেশে ২৫মার্চের রাতে নিহতদের স্বরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসের তাৎপর্য তুলে ধরে প্রামান্যচিত্র প্রদর্শনী দেখানো হয়।