আদমদীঘিতে খাদ্য বান্ধব কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ : 2022-09-12 19:17:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে সারাদেশের ন্যায় খাদ্য শস্যের বাজার মূল্যের উর্ধগতি রোধ ও নিম্ন আয়ের জনগোষ্ঠিকে খাদ্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য বান্ধব কার্যক্রমের উদ্বোধন করা হয়। সোমবার বেলা ১১ টায় সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর উদ্বোধন করে আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম সহ ইউপি সদস্যবৃন্দ।