আদমদীঘিতে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

প্রকাশ : 2022-10-20 19:14:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

বগুড়ার আদমদীঘিতে জনতা ব্যাংক লিমিটেডের অর্থায়নে ১৩ জন কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। এ লক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ঋণ বিতরণ কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় জনতা ব্যাংক লিঃ আদমদীঘি শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র অফিসার সুমন কুমার দাস এর স ালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিঃ বগুড়া এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুল আলীম খান, বিশেষে অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আদমদীঘি শাখা জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শাহ্ আলম প্রমূখ। অনুষ্ঠানে ১৩জন কৃষকদের মাঝে ১০ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদানের মাধ্যমে প্রকাশ্যে কৃষি ঋণ প্রদান করা হয়।