আদমদীঘিতে ওএমএস কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ : 2022-09-01 19:22:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বৃহস্পতিবার সারা দেশের মত বগুড়ার আদমদীঘি উপজেলায় ওপেন সেল মার্কেট (ওএমএস) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার সান্তাহার পৌরসভার নতুন বাজার, দৈনিক বাজার, মালশন এবং খাড়িরপুল পয়েন্টে শুক্র ও শনিবার বাদে প্রতি দিন প্রতি ডিলার দুই মেট্টিক টন করে মোট আট মেট্টিক টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রম চালাবে। দরীদ্র শ্রেনির একজন ভোক্তা সর্বচ্চো পাঁচ কেজি চাল কিনতে পারবেন। সেই সাথে টিসিবি’র ফ্যামিলী কার্ডধারীরা পাঁচ কেজি করে ১৫ দিন পর পর মাসে দুইবার ওএমএস’র দোকান থেকে ওই দামে চাল কিনতে পারবেন বলে জানিয়েছেন আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রব্বানী। এদিন সকাল ১০টায় শহরের খাড়িরপুল পয়েন্টে মেসার্স মনোয়ার জাহিদ এর ডিলারের দোকানে ওএমএস কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
এউপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রব্বানী, সান্তাহার সিএসডি’র ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, সাংবাদিক খায়রুল ইসলাম প্রমুখ। এদিকে অনেক দরীদ্র ভোক্তা আটা কেনার জন্য এসে জানতে পারেন সরকার থেকে আটা বিক্রি বরাদ্দ দেওয়া হয়নি। ফলে তারা হতাশ হয়ে ফিরে যায়। তারা চালের পাশাপাশি আটা বরাদ্দ করার দাবী জানান। অপর দিকে ওএমএসের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ১৫ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসচী চালু করার সিদ্ধান্ত কথা ছিল। কিন্তু আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে ডিও প্রদানের নির্দেশ না আসায় এদিন খাদ্য বান্ধব কর্মসুচী চালু করা যায়নি বলে জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রব্বানী। তিনি জানান উপজেলার ছয় ইউনিয়নের কার্ডধারীদের মধ্যে ২৭ ভাগ ডাটাবেজ অসমাপ্ত রয়েছে।