আদমদীঘিতে এক রাতে দুই কৃষকের ৩ গরু চুরি

প্রকাশ : 2024-01-15 17:49:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে এক রাতে দুই কৃষকের ৩ গরু চুরি

রবিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার পৌঁওতা টিকড়ীপাড়া গ্রামের দুই কৃষকের গোয়াল ঘরের তালা কেটে তিন লাখ টাকা মুল্যে তিন গরু চুরির ঘটনা ঘটেছে। 

জানা গেছে, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ওই গ্রামের মৃত এলিম খানের ছেলে ভোজেল খানের গোয়াল ঘরের তালা কেটে দুইটি এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে রেজাউল ইসলামের গোয়াল ঘরের তালা কেটে একটি বড় আকারের গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। সোমবার সকালে গরুকে খাবার দিতে গোয়াল ঘরে গিয়ে তারা গরু চুরির ঘটনা জানতে পারে। চুরি যাওয়া গরু তিনটির মুল্য প্রায় তিন লাখ টাকা বলে তারা দাবী করেছেন। এবিষয়ে যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্য রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এঘটনায় কেউ থানার সরনাপন্ন হয়নি। ফলে ঘটনাটি জানা যায়নি।

 

সান