আদমদীঘিতে ইভটিজিং করায় যুবককে কারাদন্ড

প্রকাশ : 2021-09-11 19:28:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ইভটিজিং করায় যুবককে কারাদন্ড

বগুড়ার আদমদীঘিতে ইভটিজিং করার দায়ে জামিল হোসেন (১৯) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত যুবক উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামের আলহাজ্ব আলতাফ আলীর ছেলে। 

জানা যায়, আদমদীঘি গার্লস স্কুল এ্যান্ড কলেজের এক ছাত্রীকে ইফটিজার যুবক জামিল হোসেন প্রায় কু-প্রস্তাব দিয়ে আসছিল। শনিবার দুপুরে আদমদীঘি উপজেলা সদরের আদমদীঘি গালস্ স্কুল এন্ড কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় পুনরায় ওই যুবক বিভিন্ন কু-রুচিপূর্ণ কথা বলতে থাকেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে সংবাদ দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হলে তাকে সহ তার এক বন্ধু রনিকে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে রনির কোন অপরাধ না থাকায় তাকে মুসলিকা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং ইফটিজার জামিল হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।