আদমদীঘিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পাল্টা মানববন্ধন
প্রকাশ : 2022-11-02 18:22:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ সুলতানা ওরফে তৃপ্তির বিরুদ্ধে নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন করার প্রতিবাদে পাঁচ দিনের মাথায় বুধবার পাল্টা মানববন্ধন করা হয়েছে। জানা গেছে, ইউনিয়ন পরিষদের অধীনে সরকারের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প, ভিজিডি, খাদ্য বান্ধব, বয়স্কভাতাসহ নানা সেবা ও উন্নয়নমুলক কর্মসুচি বাস্তবায়ন করা হয়। এসব কর্মসুচির তালিকা করণে মোমেনা বেওয়া স্বপ্না নামের সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ চার ইউপি সদসকে এসব তালিকাকরণের সুযোগ না দেওয়া এবং চাহিদা মত আর্থিক লেনদেনে রাজী না হওয়া হতদরীদ্রদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত না করা এবং বিদ্যমান তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে চার ইউপি সদস্য ও সুবিধা বিঞ্চত শতখানেক নারী-পুরুষ শনিবার আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে এবং ইউএনওকে মৌখিক অভিযোগ জানান।
এতে করে ক্ষোভে ফুঁসে উঠে চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি এবং তাঁর পক্ষের আট ইউপি সদস্য এবং সুবিধা পাওয়া নারী-পুরুষ ভোটাররা। রবিবার বিভিন্ন জাতীয় ও আ লিক সংবাদপত্রে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বগুড়া থেকে প্রকাশিত একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতিবাদ জানায় চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। বুধবার বেলা ১১টায় সান্তাহার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পাল্টা মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। সান্তাহার ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নবাসী’র ব্যানারে করা মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফেরদৌস আলী, সমাজ খান এবং শামিম হোসেন প্রমুখ।
সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, ভোটে নির্বাচিত হওয়ার আগে থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এখনো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলে আসছে। জনগন তাদের প্রতিহত করছেন।
আদমদীঘি উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার বলেন, লিখিত অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।