আদমদীঘিতে ইউনিয়ন পরিষদ ভবনে সন্ত্রাসীদের হামলা ও লুটপাট
প্রকাশ : 2022-10-13 09:50:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা পরিষদ কার্যালয়ে লাঠিসোডা নিয়ে হামলা করার পর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ ভাংচুর করেছে। এ সময় তারা ইউনিয়ন পরিষদের সচিব কুদরত-ই-এলাহী ও গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে বেধড়ক মারপিট করে পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলার শিকারে আহত গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় এই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে ।
ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু বলেন, বিকেল সাড়ে ৪ টার দিকে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী লাঠিসোডা নিয়ে পরিষদে হামলা চালায়। এ সময় তিনি পরিষদে ছিলেন না। সন্ত্রাসীরা পরিষদে ঢুকেই গ্রাম পুলিশ ও সচিবকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে। পরে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, আসবাবপত্র, কম্পিউটার, ভাংচুর করে। এক পর্যায়ে তারা পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়। চেয়ারম্যান আরোও বলেন, কেন তারা পরিষদে এ ধরনের হামলা চালিয়েছেন তা তিনি জানেন না। সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর অপরাধীদের আইনের আওতায় আনা হবে।