আদমদীঘিতে ইউএনও এর সংবাদ সম্মেলন

প্রকাশ : 2022-04-24 20:34:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ইউএনও এর সংবাদ সম্মেলন

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগান সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে  ভুমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান তৃতীয় পর্যায়ে সারা দেশে ব্যাপী আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করবেন। উক্ত উদ্ধোধন অনুষ্ঠান ও আদমদীঘিতে গৃহ নির্মান কাজের অগ্রগতি নিয়ে ২৪ এপ্রিল রবিবার সকাল ১০টায় নিজ কার্যালয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় স্থানীয় গনমাধ্যমকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বলেন আদমদীঘি উপজেলায় মোট ১৭০টি গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী উপহারের ঘর বরাদ্দ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ১২৫টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। আরো ১৫ টি ঘর গৃহহীন পরিবারকে আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধান মন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে। এছাড়াও ৩০টি ঘরের কাজ চলমান রয়েছে।