আদমদীঘিতে আমন সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2023-11-23 17:46:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আদমদীঘিতে চলতি আমন ধান-চাল সংগ্রহ মৌসুমে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহ কমিটির সভা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা ধান ও চাল সংগ্রহ এবং মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয় সরকারের আপদকালিন মজুত বৃদ্ধি ও চালের মুল্য স্থিতিশীল রাখা এবং কুষকদের উৎপাদিত ধানের ন্যায্য মুল্য প্রদানের লক্ষে সরকার আভ্যন্তরিন ভাবে ধান ও চাল সংগ্রহ করে থাকে। এর ধারাবাহিকতায় আদমদীঘি উপজেলায় চলতি আমন ধান ও চাল সংগ্রহ মৌসুমে ৩০ টাকা কেজি দরে ৪৬২ মেট্টিক ধান এবং ৪৪ টাকা কেজি দরে চার হাজার ৭৫৪ মেট্রিক চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনার (সিএসডি)’র ব্যবস্থাপক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে,এম গোলাম রব্বানি, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সান্তাহার এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল হক, নসরতপুর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম এবং আদমদীঘি সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মখদুবুল হক সোহেল, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ হারেজুজ্জামান হারেজ প্রমুখ।
সান