আদমদীঘিতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ : 2022-12-14 18:38:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

 চলতি আমন মৌসুমে সরকারি ভাবে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডিতে প্রধান অতিথি হিসাবে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি টুকটুক তালুকদারের সভাপতিত্বে সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে,এম,গোলাম রব্বানী, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, সান্তাহার এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র ভৌমিক প্রমুখ। এদিন সান্তাহারের মেসার্স মিতু চালকল মালিক ফজলুল হক মন্টু ১৫ মেট্টিক টন চাল প্রদান করেন।