আদমদীঘিতে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : 2022-12-07 18:32:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা চত্বরে বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান। 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়া জেলা সহকারী কমান্ডান্টে কাউসার জাহান,উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা,আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যস্থাপক এনামুল হক,উপজেলা আনসার ভিডিপি অফিসার নিরুপম সরকার প্রমুখ। সমাবেশে দুইজন আনসার ভিডিপির কমান্ডারকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।