আদমদীঘিতে আচরণ বিধিমালা ও আইন শৃংখলা বিষয়ে মতবিনিময়

প্রকাশ : 2021-12-22 18:04:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে আচরণ বিধিমালা ও আইন শৃংখলা বিষয়ে মতবিনিময়

আসন্ন ৫ জানুয়ারি/২২ প ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলার প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের সাথে আইন-শৃংখলা আচরণ বিধিমালা বিষয়ে মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও রিটানিং অফিসারবৃন্দ আয়োজিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। 

প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলী হায়দার চৌধুরি, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ ও বগুড়া জেলা নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, নির্বাচন অফিসার আব্দুর রশিদ প্রমূখ।। সভায় চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসন এবং সাধারণ আসনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ বক্তব্য রাখেন।