আদমদীঘিতে আগুনে পুড়ে ভাঙাড়ি দোকান ছাই
প্রকাশ : 2023-10-30 17:01:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি ভাঙারি দোকানে আগুন লেগে প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তত¶ণে দোকান ও সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
¶তিগ্রস্ত ভাঙারি ব্যবসায়ী জুয়েল রানা বলেন, মালগুদাম এলাকায় রেলওয়ে সেডের উত্তর পশ্চিম পাশ্বে তিনি টিন ও বাঁশ দিয়ে ঘর নির্মাণ করে সেখানে ভাঙারি ব্যবসা করতেন। ঘরের মধ্যে মালামাল বহনের জন্য দুইটি চার্জার ভ্যান গাড়ি রেখেছিলেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানিয়রা হঠাৎ তার দোকান ঘরে আগুন দেখতে পেয়ে তাকে ফোন করে বিষয়টি জানান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। দোকান ঘরে প্লাষ্টিকের মালামাল থাকায় মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত তার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনি প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন। তিনি আরও দাবি করেন, দোকানে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিলো না। শত্রুতামূলক ভাবে কেউ এই আগুন লেগে দিয়েছেন।
এ ব্যাপারে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুহুল আমিন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভাঙাড়ি দোকানের আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানের মধ্যে কেউ অবস্থান না করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আগুন কিভাবে লেগেছে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ই