আদমদীঘিতে আওয়ামীলীগের গায়েবানা জানাজা আদায়
প্রকাশ : 2024-07-17 20:30:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কোটা বিরোধী আন্দোলনকারিদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রলীগ নেতা সবুজ আলী নিহত ঘটনায় বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা আদায় করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বাদ আছর আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই গায়েবানা জানাজায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুর হুদা খন্দকার, আব্দুল হক আবু, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান পিন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, ও বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দিন, কাবিল উদ্দিন, আবির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। গায়েবানা জানাজায় ইমামমতি করেন মাওঃ আল হেলালী জামালী।