আদমদীঘিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2024-07-31 10:42:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরেজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সহকারি কমিশনার (ভুমি) পলাশ কুমার সরকার, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্র্তী, প্রকৌশলী রিপন কুমার সাহা, আনসার ভিডিপি অফিসার নিরুপমা সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, আব্দুস সালাম, নাহিদ সুলতানা তৃপ্তি, সাংবািিদক খায়রুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন। 

পরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজির এঁর ৯৪তম জন্মবার্ষিকী ও বীরমুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৫তম জন্মবার্ষিকী পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

সান