আদমদীঘিতে অগ্নিকান্ডে মৃত গৃহবধুর নিখোঁজ স্বামীর সন্ধান এখনো মেলেনি
প্রকাশ : 2022-07-30 19:35:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার বশিপুরে বসতবাড়ীতে অগ্নিকান্ডে গৃহবধু শামীমা আক্তারের নিখোঁজ স্বামী আজাদুল ইসলামের সন্ধ্যান ৪ দিনেও মেলেনি। আসলে সেও কি আগুনে পুড়ে মারা গেছে, নাকি তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছে সে নিয়ে এলাকায় চলছে নানান গুঞ্জন।
উল্লেখ্য, আদমদীঘি উপজেলার বশিপুর প্রামানিক পাড়ার ফল ব্যবসায়ী আজাদুল ইসলাম ও তার স্ত্রী প্রতিদিনের ন্যায় গত ২৭ জুলাই বুধবার রাতের খাওয়া দাওয়া শেষে শয়ন ঘড়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে বসত বাড়ীতে আগুন লেগে বসতবাড়ী সহ গৃহবধু শামীমা আক্তার মারা যায়। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস নওগাঁকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ খবর পেয়ে গত ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ওই গৃহবধু শামীমা আক্তারের পোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। সেই থেকে নিহত গৃহবধুর স্বামী আজাদুল ইসলামের সন্ধান মেলেনি।