আদমদিঘীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
প্রকাশ : 2025-04-28 19:04:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার আদমদীঘিতে সোমবার বিকাল সোয়া ৫টায় উপজেলার সান্তাহার এলএসডি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, সরকারের আপদকালীন মজুত বৃদ্ধি এবং কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মুল্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এই সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে,এম, গোলাম রাব্বানী বলেন, চলতি বোরো সংগ্রহ মৌসুমে উপজেলায় ৪৯ টাকা দরে ১৮ হাজার ৮১২ মেট্টিক টন চাল ও ৩৬ টাকা কেজি দরে ৮১৬ মেট্টিক টন ধান সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, গত আমন সংগ্রহ মৌসুম থেকে এবার প্রতি কেজি ধানে চার টাকা এবং প্রতি কেজি চাল দুই টাকা মুল্য বৃদ্ধি করেছে সরকার। একারণে আশা হচ্ছে এবার সংগ্রহ অভিযান শতভাগ সফল হবে। সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে,এম, গোলাম রাব্বানী, সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগার (সিএসডি) এর ব্যবস্থাপক তারিকুল ইসলাম রুবেল, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া, সান্তাহার চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক নাহিদ অটোমেটিক চালকলের কর্ণধার আহমেদ আলী স্বপন, আল-আমিন হাস্কিং চালকলের মালিক ওয়াহেদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী দিনে বুশরা গ্রুপ, নাহিদ অটোমেটিক চাল ও আল-আমিন হাস্কিং চালকলের নিকট থেকে ৮৩ মেট্টিক চাল সংগ্রহ এবং সংগৃহিত চালের মুল্য পরিশোধ করা হয়েছে।