আটোয়ারী সীমান্তে চিতা বাঘ উদ্ধার 

প্রকাশ : 2024-02-02 19:12:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আটোয়ারী সীমান্তে চিতা বাঘ উদ্ধার 

পঞ্চগড়ে আটোয়ারী সীমান্তে একটি মৃত চিতা বাঘ উদ্ধার করা হয়েছে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  সোহেলরানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায় শুক্রবার (২ ফেব্রয়ারী) সকালে বারঘাটি  দাড়খোর সীমান্তে নাগর নদীতে পানি খেতে আসা অবস্থায় ওই চিতা বাঘটিকে এলাকাবাসি দেখতে পায়। এ সময় উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসন বারঘাটি ফাঁড়ির পুলিশ সহ দ্রুত  ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সোহেলরানা জানান, বাঘটিকে উপজেলা প্রাণি সম্পদ অফিসে হস্তান্তর করা হয়। এটির পোস্ট মর্টেম করা হবে। ধারনা করা হচ্ছে বাঘটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে এসে পড়ে।