আটোয়ারীতে ভাতিজার ধাক্কায় মুক্তিযোদ্ধা চাচার মৃত্যু
প্রকাশ : 2025-09-07 17:38:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের আটোয়ারীতে ভাতিজার ধাক্কায় চাচা বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের(৭৫) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৬আগস্ট) আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও এলাকায়।
পরিবার ও স্থানীয় সূূত্রে জানা যায় , চাচা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের টিউবওয়েলের পানির নালা ভাতিজা শাহআলম (৪২) এর বাড়ির উঠান ঘেঁষা নিয়ে দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের বাড়ি পাশাপাশি। এই টিউবওয়েলের পানি উঠান বেঁয়ে যাওয়াকে বেলা ১১ টার দিকে শাহআলম ও চাচা নাজিমউদ্দীনের মধ্যে তর্ক-বির্তক হয়। ঘটনার সময় ভাতিজার নাজিম উদ্দীন মাটিতে পড়ে যায়।
বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের স্ত্রী হামিদা বেগম তাঁকে ঘরে নেওয়ার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পরেই ভাতিজা শাহ আলম পালিয়ে যায়।আটোয়ারী থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, লাশের সুরতহাল করেছি। রবিবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ বা মামলা দেয়নি। ময়না তদন্ত পাওয়ার পর আমরা আইনী ব্যবস্থা গ্রহন করবো।